ঢাকা, শনিবার   ১১ জানুয়ারি ২০২৫

ফের পয়েন্ট হারালো শিরোপা প্রত্যাশী রিয়াল 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:২৯, ৩১ অক্টোবর ২০২২

স্প্যানিশ লা লিগায় আবারও পয়েন্ট হারালো শিরোপা প্রত্যাশী রিয়াল মাদ্রিদ। নিজেদের মাঠে লিড নিয়েও জিতে পারেনি কার্লো আনচেলত্তির শিষ্যরা।

রোববার রাতে সান্তিয়াগো বার্নাব্যুতে জিরোনার সঙ্গে ১-১ গোলে ড্র করেছে রিয়াল। এই নিয়ে আসরে দুটি ম্যাচে পয়েন্ট হারাল শিরোপা প্রত্যাশীরা।

গত সপ্তাহে চ্যাম্পিয়ন্স লিগে লাইপজিগের মাঠে ৩-২ গোলে হেরে যায় রিয়াল মাদ্রিদ। সেই ধাক্কা কাটিয়ে উঠতে তো পারলই না, বরং পুরোটা সময় ধুঁকতে দেখা গেল তাদের।

ম্যাচের ৭০তম মিনিটে ভেনিসিউয়াস জুনিয়র গোল করে রিয়ালকে লিড এনে দেন। ডি-বক্সে ডিফেন্ডারদের বাধা এড়িয়ে ডান দিক থেকে গোলমুখে বল বাড়ান ফেদে ভালভেরদে, আর দারুণ স্লাইডে বল জালে পাঠান ভেনিসিউয়াস।

এই গোলের ১০ মিনিট পরই পেনাল্টি থেকে গোল করে সমতায় ফেরে জিরোনা। রিয়ালের ডি-বক্সে আসেনসিওর হাতে বল লাগলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। নিখুঁত শটে সমতা টানেন উরুগুয়ের ফরোয়ার্ড ক্রিস্তিয়ান স্তুয়ানি।

বাকি সময়ে আর কোন গোল না হলে ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে হয় কার্লো আনচেলত্তির শিষ্যদের। 

শিরোপা ধরে রাখার অভিযানে এখনও অপরাজিত রিয়াল এই নিয়ে আসরে দুটি ম্যাচে পয়েন্ট হারাল।

১২ ম্যাচ শেষে ৩২ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে রিয়াল। সমান ম্যাচে ১ পয়েন্ট কম নিয়ে দ্বিতীয় স্থানে বার্সেলোনা।  

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি